• ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় উদ্ধার ড্রোন, গুপ্তচরবৃত্তি না অন্যকিছু? তদন্তে পুলিশ ...
    আজকাল | ২৬ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের আকাশ থেকে পুকুরে পড়ল ড্রোন। পুকুর থেকে ড্রোন উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। বুধবার রাত এগারোটা নাগাদ হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া গাজি পাড়ায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় আকাশ থেকে একটি ড্রোন নিচে নেমে আসছে এবং স্থানীয় এক ব্যক্তির পুকুরে তা এসে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। 

    প্রসঙ্গত, মাসখানেক আগেও দু’‌বার হিঙ্গলগঞ্জের আকাশে ড্রোন উড়তে দেখা গিয়েছিল। তাই স্থানীয় মানুষজন তড়িঘড়ি পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। রাত বারোটা নাগাদ পুলিশের তৎপরতায় পুকুরে জাল ফেলে ড্রোনটিকে জল থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ড্রোনটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন পাঁচটি ক্যামেরা আছে। যেহেতু পাশেই বাংলাদেশ, তাই সেখান থেকে ড্রোনটি এল নাকি স্থানীয় কেউ এর পেছনে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    মাসখানেক আগে বেশ কয়েকবার হিঙ্গলগঞ্জের আকাশে ড্রোনের আনাগোনা দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। ফের আবার ড্রোনের আনাগোনায় গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। 

     
  • Link to this news (আজকাল)