• রাত পোহালেই রথযাত্রা, নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে বিশেষ নির্দেশ মমতার ...
    আজকাল | ২৬ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রথযাত্রা উপলক্ষ্যে সাজো সাজো রব দিঘায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবারই পৌঁছে গিয়েছেন সৈকত নগরীতে। সব প্রস্তুতি খুঁটিয়ে দেখেছেন। বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠকও সেরেছেন। তারপর সাংবাদিকদের সামনে মমতা জানান, ‘‌শুক্রবার দুপুর আড়াইটেয় শুরু হবে রথযাত্রা উৎসব। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের দড়ি। পদপিষ্টের মতো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সজাগ প্রশাসন।’‌

    প্রসঙ্গত, রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় পর্যটকদের ঢল নেমেছে। আর মন্দির উদ্বোধনের পর এই প্রথম দিঘায় এত বড় করে রথযাত্রা উৎসব পালন হতে চলেছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন মমতা। 

    দিঘার রথযাত্রার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি বৈঠক করার পর মমতা বলেছেন, ‘‌রথযাত্রার দিন ভক্তরা ঢুকতে পারবেন জগন্নাথ মন্দিরে। পাথরের বিগ্রহ মন্দিরেই থাকবে। রথে থাকবে নিমকাঠের বিগ্রহ। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে পুজোপাঠ। দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে হবে আরতি।’‌

    তার আগে মন্দিরে চলে আসবেন মুখ্যমন্ত্রী। দুপুর আড়াইটে নাগাদ রথের রশিতে পড়বে টান। বিকেল চারটের মধ্যে মাসির বাড়ি পৌঁছবে রথ। রথযাত্রার ভিড়ের মাঝে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। যাতে এই ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ব্যারিকেডের বন্দোবস্ত করা হচ্ছে। ব্যারিকেডের অপর প্রান্তে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পাবেন পুণ্যার্থীরা। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি। তাই যেকোনও সময় তা স্পর্শ করতে পারবেন ভক্তরা।

    বৃহস্পতিবার দিঘার রথযাত্রার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে জগন্নাথ মন্দির ট্রাস্ট কমিটির সঙ্গে প্রস্তুতি বৈঠকের পর মন্দিরের ৭ নম্বর গেট দিয়ে বেরিয়ে ৩ নম্বর গেট পর্যন্ত পায়ে হেঁটে যান মমতা। সেখানেই একাধিক মন্ত্রী ও হিডকোর ভাইস চেয়ারম্যানের সঙ্গে ফিতে ধরে রাস্তার সঙ্গে রথের মাপ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)