এগরায় একটি কলেজে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন
বর্তমান | ২৬ জুন ২০২৫
সংবাদদাতা, এগরা: সাত সকালে কলেজ খোলার আগেই অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরায়। আজ, বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এগরার সারদা শশিভূষণ কলেজে। ওই কলেজের সায়েন্স বিল্ডিং-এ আচমকাই আগুন লেগে যায়। কেমিস্ট্রি ল্যাব থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আসে পুলিসও। দীর্ঘক্ষণ ধরেই দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কয়েকঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কেমিস্ট্রি ল্যাবের বহু মূল্যবান যন্ত্রপাতি ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এই আগুনের জেরে পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, কলেজের গোটা সায়েন্স বিল্ডিংয়ের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে কী থেকে আগুন লাগে, সেটাই জানার চেষ্টা করছে দমকল। নিরাপত্তার কথা মাথাতে রেখেই কলেজ কর্তৃপক্ষ সায়েন্স বিল্ডিংটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি।