• ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দম্পতির, চাঞ্চল্য কুলপিতে
    বর্তমান | ২৬ জুন ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুরে। মৃতরা হলেন শিবপ্রসাদ মণ্ডল (৭৫) ও রেনুকা মণ্ডল (৬৫)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে খাওয়া-দাওয়া সেরে দু’জনে ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছিলেন। গতকাল, বুধবার গভীর রাতে হঠাৎই তাঁদের উপরে দেওয়াল ভেঙে পড়ে। কিন্তু সেই কথা কেউ জানতেই পারেনি। আজ, বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা ঘটনাটি দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়। কুলপি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির বাড়িটি ছিল মাটির। বৃষ্টির জেরে মাটির দেওয়াল নরম হয়ে ভেঙে পড়ে তাঁদের উপর। রাতের অন্ধকারে ঘটনাটি ঘটায় কেউ দেখতে পাননি। 
  • Link to this news (বর্তমান)