১ জুলাই স্বনামধন্য চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কেবলমাত্র দু’টি সরকারি দপ্তর ব্যতীত সব সরকারি কর্মদপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা দেশে পালিত হবে চিকিৎসক দিবস। বুধবার, ২৫ জুন নবান্ন থেকে এই ছুটি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি বছরে ১ জুলাই বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের প্রতি সম্মান জ্ঞাপন করে গোটা দেশে চিকিৎসক দিবস পালন করা হয় এবং রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি থাকে। এবছরও একইভাবে সরকার অধীনস্ত সমস্ত দপ্তরে দুপুর ২টো অবধি কাজ চলবে এবং তারপর ছুটি হয়ে যাবে। ওই দিন কেবলমাত্র দু’টি সরকারি দপ্তরে কোনো ছুটি থাকবে না। কালেক্টর অব স্ট্যাম্প রেভিনিউ-এর দপ্তর এবং কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেজ-এর দপ্তরে ওইদিন যথারীতি কাজ চলবে।