• দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধ দম্পতির
    দৈনিক স্টেটসম্যান | ২৬ জুন ২০২৫
  • দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার বিষ্ণুরামপুরের ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত দম্পতির দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় সূত্রে খবর, ৭৫ বছর বয়সি শিবপ্রসাদ মণ্ডল ও তাঁর স্ত্রী ৬৫ বছর বয়সি রেণুকা মণ্ডল বুধবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান। বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা দেখেন, শিবপ্রসাদবাবুর বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁরা দেখেন, চাপা পড়ে রয়েছে ওই দম্পতি। সঙ্গে সঙ্গে দু’জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

    মনে করা হচ্ছে, বৃষ্টির জলে মাটির আলগা হয়েই বিপত্তি ঘটে। প্রতিবেশীরা জানিয়েছেন, শিবপ্রসাদের বাড়ির দেওয়াল মাটি দিয়ে তৈরি ছিল। অনেক পুরনো বাড়ি। সেই কারণেই একটানা বৃষ্টির জেরে দেওয়াল ধসে যায়। প্রতিবেশীদের অনুমান, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। তখন সকলেই ঘুমোচ্ছিলেন। সেই কারণে প্রতিবেশীরা কেউই টের পাননি তাঁরা। বৃহস্পতিবার সকালেই ঘটনার কথা জানাজানি হয়।

    পাশের ঘরেই ছিলেন তাঁদের ছেলে ও বৌমা। শিবপ্রসাদের ছেলে রাজু মণ্ডল জানিয়েছেন, গভীর রাতে তাঁরা সকলেই ঘুমোচ্ছিলেন। তাঁরা কেউ টের পাননি। সকালে ঘুম থেকে উঠে দেখেন এই অবস্থা। পুলিশের প্রাথমিক অনুমান, বহুদিন ধরে বাড়ির ওই অংশটি ভগ্নপ্রায় অবস্থায় ছিল। বৃষ্টির জন্য দেওয়ালের ভিত আরও দুর্বল হয়ে পড়েছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। আর শিবপ্রসাদবাবুর বৌমা বলেন, ‘কয়েকদিন আগেই আবাস যোজনার সার্ভে করে নিয়ে গিয়েছিলেন। পাকা বাড়ি হবে। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)