আচমকা এগরার কলেজের কেমিস্ট্রি ল্যাবে আগুন! কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রতিদিন | ২৬ জুন ২০২৫
রঞ্জন মহাপাত্র, কাঁথি: কেমিস্ট্রি ল্যাবে হঠাৎই অগ্নিকাণ্ড! সেখান থেকে কলেজের সায়েন্স বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা সায়েন্স বিল্ডিং। এগরা সারদা শশিভূষণ কলেজে বৃহস্পতিবার সকালে মর্মান্তিক অগ্নিকাণ্ডটি ঘটে।
এদিন সকাল প্রায় সাতটা নাগাদ কলেজের সায়েন্স বিল্ডিং-এ আচমকা আগুন লেগে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই আগুনের সূত্রপাত হয়েছে কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বিভাগের দু’টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টা আগুন নিয়ন্ত্রেণে আসে। তবে কলেজ খোলার আগে এই ঘটনা ঘটায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। ল্যাবরেটরির বহু মূল্যবান যন্ত্রপাতি ও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে খাক হয়ে গিয়েছে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা সায়েন্স বিল্ডিং কালো ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগের তরফে একযোগে চেষ্টা চালায়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ বিভাগ। আপৎকালীন নিরাপত্তার কারণে সায়েন্স বিল্ডিংটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।