• কালীগঞ্জে মৃত নাবালিকার পরিবারকে টাকা দিতে চেয়ে ‘ভাবমূর্তি নষ্ট’ দলের, হুমায়ুন কবীরকে শোকজ় তৃণমূলের
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে শোকজ় করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বিধায়ককে শোকজ় করেছন। হুমায়ুনকে শোকজ়ের চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।

    কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু হয়। ওই নাবালিকার বাড়ি লক্ষ্য করে তৃণমূলের একটি মিছিল থেকে বোমা ছোড়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ঘটনায় বসন্ত শুরু করেছে পুলিশ। পাঁচ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর মাঝে হঠাৎ বুধবার নাবালিকার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। এমনকী নাবালিকার মাকে আর্থিক সাহায্যের জন্য একটি চেক তুলে দেওয়ার চেষ্টা করেন। যদিও সেই আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেন নাবালিকার মা। টাকা দিয়ে নাবালিকার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে কটাক্ষ শুরু করে বিরোধীরা।

    তৃণমূলের ওই শোকজ় নোটিসে লেখা হয়, ‘অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবহিত আছে এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিচ্ছে। দলের অনুমতি ছাড়াই ২৫ জুন দলের অনুমতি ছাড়া আপনার (হুমায়ুন কবীর) অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তি যারপরনাই ক্ষতি হয়েছে। দলের শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’

    ১৯ তারিখ উপনির্বাচন হয় কালীগঞ্জে। ২৩ তারিখ উপনির্বাচনের ফলপ্রকাশের পরেই ওই এলাকায় বেশ কিছু সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে মৃত্যু হয় ১০ বছরের ছোট্ট তামান্নার। তৃণমূলের দিকেই সরাসরি অভিযোগ তুলেছেন নাবালিকার মা।

  • Link to this news (এই সময়)