• ফের দুর্ঘটনা, দ্বারকেশ্বর নদে তলিয়ে মৃত্যু ৯ বছরের ছাত্রের
    এই সময় | ২৬ জুন ২০২৫
  • ফের বাঁকুড়ার দ্বারকেশ্বর নদে মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার স্নান করতে নেমে তলিয়ে গেল চার ছাত্র। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাদের মধ্যে তিন জন প্রাণে বাঁচলেও জলে তলিয়ে যায় ৯ বছরের শেখ সলমন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস ও কোতুলপুর থানার পুলিশ। এর পর ঘণ্টা খানেকের চেষ্টায় সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হয় শেখ সলমনের দেহ।

    স্থানীয় সূত্রের খবর, ওই চার জন ছাত্রই ইন্দাস থানার আমরুল অঞ্চলের বাসিন্দা। ওই চার জনের মধ্যে শেখ সলমনই ছিল সবচেয়ে ছোট। এ দিন দুপুরে কোতুলপুর ও ইন্দাস থানার সংযোগকারী সামড়োঘাট ব্রিজের নীচে দ্বারকেশ্বর নদে তারা স্নান করতে নামে। স্নানের সময়ে তারা হঠাৎই জলের তোড়ে তলিয়ে যায়। সে সময়ে একজন ছাত্র কোনও রকমে সাঁতরে পাড়ে উঠে আসে।

    সূত্রের খবর, এর পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আরও দু’জনকে কোনও রকমে উদ্ধার করা হয়। কিন্তু সে সময়ে শেখ সলমনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সে জলে তলিয়ে যায়। পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা শেখ সলমনের খোঁজ শুরু করে। তার পর প্রায় দু’ঘণ্টা বাদে সেখান থেকে সলমনকে উদ্ধার করা হয়।

    সিভিল ডিফেন্স টিমের তারাপদ রায় বলেন, ‘আমরা খবর পাওয়ার পরে এখানে আসি। প্রায় ঘণ্টাখানেক ধরে উদ্ধারকাজ চালানোর পরে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। এখানে প্রায় ২০-২৫ ফুট পর্যন্ত জল গভীর।’

    ইন্দাসের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ বলেন, ‘ওরা স্নান করতে নেমেছিল। কিন্তু ওখানে জল যে এত গভীর তা হয়তো ওরা বুঝতে পারেনি। তবে বারবার এ রকম ঘটনা ঘটছে। খুবই দুঃখজনক ঘটনা।’

    প্রসঙ্গত, গত মঙ্গলবার দ্বারকেশ্বর নদে নবম শ্রেণির তিনজন ছাত্র স্নান করতে নেমে এ ভাবেই তলিয়ে গিয়েছিল। সে সময়ে তিনজনেরই দেহ উদ্ধার হয়েছিল।

  • Link to this news (এই সময়)