আজকাল ওয়েবডেস্ক: ক্লাস চলাকালীন হঠাৎই মাথার উপর ভেঙে পড়ল টালির ছাদ। আহত ৮ জন শিশু। বৃহস্পতিবার সকাল ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার নতুনগ্রাম পাঠানপাড়া এলাকার ৭৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ইতিমধ্যেই আহত শিশুদের চিকিৎসার জন্য নিকটবর্তী লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঠানপাড়ার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ঘর না থাকার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বেলি খাতুন তাঁর নিজের বাড়িতেই এই কেন্দ্রটি চালাতেন। তবে এলাকাবাসীর অভিযোগ, একেবারেই অস্বাস্থ্যকর পরিবেশে ভাঙা ঘরের মধ্যেই চলত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি।
এলাকার বাসিন্দা নিয়াজউদ্দিন শেখ বলেন, 'এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোনও স্থায়ী ঘর নেই। তাই এখানকার পরিচালক নিজের বাড়িতেই একটি ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালাতেন। সেই ঘরের টালির ছাদে লাগানো বাঁশ গত কয়েকদিনের বৃষ্টির জলে ভিজে পচে গিয়েছিল। প্রচন্ড বৃষ্টিপাতের কারণে হঠাৎই এদিন ছাদ ভেঙে পড়ে। ঘটনার সময় ওই কেন্দ্রে থাকা বেশ কিছু ছাত্র-ছাত্রী আহত হয়েছে। তাদেরকে নিকটবর্তী লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।'
এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়তে আসা এক ছাত্রের অভিভাবকের অভিযোগ, ' কিছুদিন আগে এই অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে দেওয়া আমার বাচ্চার খিচুড়িতে কেন্নো দেখতে পাই। খুবই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে এই কেন্দ্রটি চলছে।'
দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় বাচ্চাদের লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তবে ঠিক কী কারনে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন।