ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গে পড়বে বাজ, আগামী দু’ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ব্যাপক ঝড়-জলের আশঙ্কা...
আজকাল | ২৭ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গে বর্ষা এসে গিয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে ঝেঁপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যার জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখীই থাকবে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই হলুদ সর্তকতা জারি রয়েছে।
আগামিকাল শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা নেই। অন্যদিকে, আজ উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার জলপাইগুড়ি ছাড়া কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। রবিবারেও এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।