সদ্য ভূমিষ্ঠ সন্তান দর্শন করেই কলেজের 'দর্শন' পরীক্ষায় বসলেন মা...
আজকাল | ২৭ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সকালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর ঠিক তিনঘন্টার মধ্যেই হাসপাতালের শয্যায় বসে পরীক্ষা দিলেন মা। কলেজ ছাত্রী, সদ্য মা হওয়া এই তরুণী মরিয়ম বিবি'র বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুরের তালসুর গ্রামে। তাঁর পরীক্ষার সেন্টার পড়েছিল সামসি কলেজে।
জানা গিয়েছে, এর আগে মরিয়মের তিনটি পরীক্ষা হয়ে গিয়েছে। গত বুধবার ছিল তাঁর দর্শন পরীক্ষা। কিন্তু মঙ্গলবার রাতেই প্রসব বেদনা নিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তিনি ভর্তি হন। বুধবার সকাল দশটায় একটি কন্যাসন্তান জন্ম দেন তিনি।
কিন্তু পরীক্ষা থাকায় সেদিনই দুপুর দেড়টায় হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দেন তিনি। তিনি জানান, পরীক্ষা ভালোই হয়েছে। তাঁর স্বামী সামির হোসেন বলেন, 'মঙ্গলবার পরীক্ষার পরেই অল্প অল্প করে প্রসব বেদনা শুরু হয় মরিয়মের। রাতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। '
পরিবারের তরফে বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানালে তাঁরা হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। কলেজের তরফে একজন তাঁকে 'গার্ড' দেন। হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ ড: ভূপেন ঘিমিরে জানিয়েছেন, 'সন্তান জন্ম দিয়ে ভালোভাবেই পরীক্ষা দিয়েছেন মরিয়ম।'