আজকাল ওয়েবডেস্ক: সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে একগুচ্ছ নয়া নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই দিঘা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র আপত্তি জানালেন মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি। তাঁর দাবি, কমিশনের এই নতুন নির্দেশিকা বিহার ভোটের আগে প্রকাশ করা হলেও এর আসল উদ্দেশ্য বাংলার বিধানসভা ভোট। ২০২৬ সালে বাংলায় নির্বাচন রয়েছে। সেই ভোটকে নিশানা করেই এই নির্দেশিকা পালন করা হয়েছে। এমনকি, নির্বাচন কমিশন গঠন করা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানান, ‘এই নির্দেশিকার আসল টার্গেট বিহার নয়, বাংলা। তাদের নিশানা বাংলার পরিযায়ী শ্রমিক, তাদের নিশানা আসল বাংলার সাধারণ মানুষ। কারণ, তারা ভয় পেয়েছে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই এই নির্দেশিকা কী করে জারি করা হল?’ এদিন নির্বাচন কমিশনের তরফে এক নতুন নির্দেশিকা পাঠানো হয়। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে একটি ‘ডিক্লারেশন ফর্ম’ পাঠানো হয়েছে। ডিক্লারেশন ফর্মে বলা হয়েছে নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা তৈরি করতে কিছু শর্তের কথা বলা হয়েছে।
একটি শর্তে লেখা হয়েছে, যাঁরা ১৯৮৭ সাল থেকে ২০০২ সালে মধ্যে জন্মগ্রহণ করেছেন তাঁদের সে কথা ডিক্লারেশন ফর্মে উল্লেখ করে দিতে হবে। এই নিয়ম নিয়েই ঘোর আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, ‘তাহলে কি যাঁরা ১৯৮৭ সালের আগে জন্মেছেন বা ২০০২ সালের পরে জন্মেছেন তাঁদের হবে না?’ অন্য রাজনৈতিক দলগুলিকেও এই নয়া নির্দেশিকার বিরুদ্ধে প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন মমতা। উল্লেখ্য, রথযাত্রা উপলক্ষ্যে ইতিমধ্যেই সাজো সাজো রব দিঘায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবারই সেখানে পৌঁছে গিয়েছেন। সব প্রস্তুতি খুঁটিয়ে দেখেছেন। বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠকও সেরেছেন। তার মধ্যেই এই নয়া নির্দেশিকা হাতে পেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি।