বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রথযাত্রার আগে ভারী বর্ষণ দক্ষিণবঙ্গে! ঝড়বৃষ্টি কলকাতাতেও
আনন্দবাজার | ২৬ জুন ২০২৫
সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহরে। রোদের দেখা নেই। বৃহস্পতিবার দিনভর এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। শুধু কলকাতা নয়, ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের ছ’টি জেলাও।
সকাল থেকে মেঘলা কলকাতার আকাশ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৫ ডিগ্রি, , স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বর্তমানে এটি উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। উপকূলীয় এবং পশ্চিমের ছ’টি জেলায় ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান। শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন বৃষ্টির দাপট আরও বাড়বে। ওই দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, বৃহস্পতিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। দিনভর সমুদ্র উত্তাল থাকবে। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
অন্য দিকে, উত্তরবঙ্গে সপ্তাহভর কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কোনও সতর্কতা না থাকলেও উত্তরের ন’টি জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। শুক্রবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনও কোনও এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা (৭ থেকে ২০ সেন্টিমিটার)। শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও আগামী পাঁচ দিন উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।