• আবার তৈরি হল নিম্নচাপ অঞ্চল! সমুদ্রে লাল সতর্কতা, টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কত দিন দুর্যোগ?
    আনন্দবাজার | ২৬ জুন ২০২৫
  • গাঙ্গেয় বঙ্গের উপর আবার নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। শুক্রবার রথযাত্রার দিনেও ভাসতে পারে অনেক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে এবং উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়ের উপর দিয়ে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী দু’দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দক্ষিণবঙ্গে বর্ষার বাতাস এই মুহূর্তে অত্যন্ত সক্রিয়। ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কেটে গেলেও জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।

    নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এবং সংলগ্ন সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৫৫ কিলোমিটারেও।

    নিম্নচাপ পরিস্থিতির প্রভাবে বৃহস্পতিবার পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলিতে। শনিবার বৃষ্টির দাপট কিছুটা হলেও কমতে পারে। রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। তা চলবে মঙ্গলবার পর্যন্ত। বুধবারও দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। শনিবার থেকে সোমবার পর্যন্ত এই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পঙের জন্যেও একই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
  • Link to this news (আনন্দবাজার)