ডাস্টবিনের গায়ে কিউ আর কোড, জলপাইগুড়িতে চালু হল স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প
বর্তমান | ২৭ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে চালু হল স্মার্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। ডাস্টবিনের গায়ে থাকবে কিউ আর কোড। বর্জ্য সংগ্রহের গাড়িতে থাকবে জিপিএস। বর্জ্য সংগ্রহ করতে গেলে ওই কিউ আর স্ক্যান করতে হবে মোবাইলে। এর মাধ্যমে জেলা প্রশাসনের আধিকারিকরা জানতে পারবেন, ঠিকমতো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে কি না। দু’মাস আগে ময়নাগুড়িতে পাইলট হিসেবে চালু হয়েছিল। তা সফল হওয়ায় আজ থেকে গোটা জেলায় চালু হল।প্লাস্টিক বর্জ্য দিয়ে ৬৭ কিমি রাস্তা বানিয়ে রাজ্যে প্রথম জলপাইগুড়ি জেলা। আজ বৃহস্পতিবার পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে রিভিউ বৈঠকে এমনটাই জানালেন জেলাশাসক শমা পারভীন। তিনি বলেন, “আমরা জেলায় চারটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট করছি। তিনটি হয়ে গিয়েছে। একটির কাজ চলছে। প্লাস্টিক বর্জ্য যে সম্পদ হতে পারে, সেটাই করে দেখাতে চাইছি আমরা। প্রতিটি গ্রামে যাতে প্লাস্টিক বর্জ্য দিয়ে অন্তত একটি করে রাস্তা বানানো যায়, সেব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।”জেলাশাসক বলেন, “বিটুমিনের সঙ্গে প্লাস্টিক বর্জ্য মিশিয়ে রাস্তা তৈরি করছি। এগুলিকে ব্লু রোড বলা হচ্ছে।”