• Breaking News Live: থরে থরে সাজানো অস্ত্র-কার্তুজ, ভিন রাজ্যে পাচারের ছক বানচাল করল STF
    এই সময় | ২৭ জুন ২০২৫
  • মুর্শিদাবেদের ফরাক্কা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। বেআইনি অস্ত্র ও কার্তুজ রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতরা বিহার ও বাংলার বাসিন্দা। এ ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। STF-এর এই অভিযানের ফলে বানচাল হলো ভিনরাজ্যে অস্ত্র পাচারের ছক।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এ নিয়ে X হ্যান্ডলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি সকলের সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।

    এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বোমা মেরে ওড়ানোর হুমকি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লি বিমানবন্দরে। টিস্যু পেপারের লিখে বার্তা পাঠানো হয় ওই ফ্লাইটে।

    আরডি বর্মনের জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি। এ নিয়ে X হ্যান্ডলে শুক্রবার একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।

    শুক্রবার নয়ডার সেক্টর ২-এ অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ২৫টি দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ওই কারখানায় থিনার তৈরি হয়। সেই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

    আজ, শুক্রবার রথযাত্রা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে চেপে যাবেন মাসির বাড়ি। চলতি বছরের রথে বঙ্গের বিশেষ আকর্ষণ দিঘার রথযাত্রা। প্রত্যেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই ইসকন কলকাতার রথের রশিতে টান পড়ে। কিন্তু এ বছর ছবিটা একটু অন্য রকম। দিঘার জগন্নাথের মন্দিরের রথের রশিতে প্রথমবার টান দেবেন মুখ্যমন্ত্রী। বুধবারই তিনি দিঘায় পৌঁছে গিয়েছেন।

    ফের নিম্নচাপের ভ্রুকুটি পশ্চিমবঙ্গে। শুক্রবার রথযাত্রার দিন পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা। তবে সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে।

  • Link to this news (এই সময়)