রথযাত্রায় ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে, ভাসবে কোন কোন জেলা জেনে নিন ...
আজকাল | ২৭ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার দিনও বঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবারও কলকাতা সহ জেলায় জেলায় হয়েছে বৃষ্টি।
শুক্রবার সকালে রোদের দেখা মিললেও এদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা–সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস, ২ জুলাই অবধি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
শুক্রবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও ২ জুলাই অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার অবধি। যদিও হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হলেও দুই বঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৮১ শতাংশ।