• জট নেই কলেজে ভর্তিতে! ওবিসি সংরক্ষণ নিয়ে আদালত অবমাননার মামলায় হস্তক্ষেপ করল না হাই কোর্ট
    প্রতিদিন | ২৭ জুন ২০২৫
  • স্টাফ রিপোর্টার: ওবিসি সংরক্ষণ নিয়ে আদালত অবমাননার মামলায় নিয়োগ ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। ওই সংরক্ষণ সংক্রান্ত স্থগিতাদেশ মানা হয়নি বলে অভিযোগ তুলে সম্প্রতি কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে রাজ্যের উচ্চ-শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালত অবমাননার অভিযোগে মামলা হয়। বৃহস্পতিবার সেই মামলায় আপাতত হস্তক্ষেপ করল না বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

    আদালতের তরফে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে। তবে আদালত জানিয়েছে, এই বিষয়টি নিয়ে রাজ্যকে হলফনামা দিতে হবে। পাশপাশি, ভর্তির আবেদন জমা নেওয়ার সময় থেকে শুরু করে ভর্তির ক্ষেত্রে ২০১০ সালের ওবিসি তালিকা অনুযায়ী কাজ হচ্ছে কি না, সেই বিষয়টিও হলফনামায় জানাতে হবে বলে জানিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ জুলাই। এদিন আদালতের পর্যবেক্ষণে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ভর্তি হোক বা নিয়োগ, সমস্ত ক্ষেত্রেই রাজ্য হাই কোর্টের নির্দেশ মানবে এটাই প্রত্যাশিত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী বলেন, আদালত এটা আশা করে যে ওবিসি সংক্রান্ত মামলায় হাই কোর্ট যে রায় দিয়েছে রাজ্য সেটা অক্ষরে অক্ষরে পালন করবে।

    এদিন আদালত অবমাননা মামলায় ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মূল মামলার মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়দের অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি-এ এবং ওবিসি-বি ভাগ করে, ওবিসি শ্রেণিবিন্যাস করে কলেজে ভর্তি নেওয়া হচ্ছে। গত ১৭ জুন ওবিসির সাম্প্রতিক তালিকার উপর স্থগিতাদেশ দেয় আদালত। তার পরেও আদালতের নির্দেশ না মেনে ভর্তি নেওয়া হচ্ছে। তার প্রেক্ষিতে রাজ্যের এজি বলেন, কীভাবে এই অভিযোগ করছেন? ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় ১২ জুন। আদালতের নির্দেশের পরে শ্রেণিবিন্যাস স্থগিত রাখার হয়েছে। রাজ্যের তরফে বর্ষীয়ান আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ভর্তি সংক্রান্ত যে পোর্টাল প্রথমে খোলা হয়েছিল আদালতের নির্দেশের পরে তাতে পরিবর্তন আনা হয়েছে। এখনই ওবিসি-এ, ওবিসি-বি শ্রেণিবিন্যাসকে তারা বিবেচনার মধ্যে আনছে না। এবং সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

    এ প্রসঙ্গে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য মাঝামাঝি জায়গায় আটকে গিয়েছে। তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। ধরুন, শীর্ষ আদালত আমাদের (হাই কোর্ট) রায় খারিজ করে দিল। তখন কী হবে? তাই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনলাইন পোর্টালে ভর্তির আবেদন গ্রহণ চলবে। তবে আবেদন গ্রহণে অপশন জুড়তে হবে ‘শুধু ওবিসি তালিকা।’ ‘শুধু OBC তালিকা’ বলতে ২০১০ আগের ৬৬ সম্প্রদায়ের তালিকা। ‘কলেজ ভর্তি ও নিয়োগে ওবিসি ‘এ’ ও ‘বি’ শ্রেণিবিন্যাস এখন নয়।”
  • Link to this news (প্রতিদিন)