• দিঘায় অন্য মেজাজে মুখ্যমন্ত্রী মমতা! সৈকতে হাঁটতে গিয়ে বাঁদরকে নিজের হাতে বিস্কুট খাওয়ালেন
    আনন্দবাজার | ২৭ জুন ২০২৫
  • রথযাত্রার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রথযাত্রা উপলক্ষে দিঘার আয়োজন দেখতে বুধবারই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। তিন দিনের সফর। জগন্নাথ মন্দির স্থাপনার পর দিঘায় প্রথম বার বিপুল সমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। নিজে সরেজমিনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন। কী ভাবে ভিড় সামাল দেওয়া হবে, কী ভাবে এই রথযাত্রার আয়োজন করা হবে, তা নিয়ে বৈঠকও করেছেন।

    রথযাত্রার আয়োজন দেখাশোনা করা, স্থানীয় প্রশাসনের বৈঠক ইত্যাদি কর্মসূচি এবং ব্যস্ততার মাঝেও বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে এক অন্য মেজাজে দেখা গেল দিঘার সৈকতে। ওই দিন বিকেলে তিনি সৈকতে হাঁটতে গিয়েছিলেন। সেখানে বসে চা খান। মুখ্যমন্ত্রী যেখানে বসে চা খাচ্ছিলেন, সেখানে একটি বাঁদর এসে বসে। বাঁদরটিকে নিজের হাতে বিস্কুট খাওয়ান মুখ্যমন্ত্রী। আর সেই ছবিই ক্যামেরাবন্দি হয়েছে। জানা গিয়েছে, বাঁদরটি সমুদ্রসৈকতের আশপাশেই ঘোরাঘুরি করে। পর্যটকেরা অনেকেই সেটিকে খেতে দেন। মুখ্যমন্ত্রী যখন সৈকতে বসে চা খাচ্ছিলেন, সেই সময় বাঁদরটি এসে সেখানে বসে। বাঁদরটির জন্য বিস্কুট আনান মমতা। তার পর সেটিকে বিস্কুটও খাওয়ান মুখ্যমন্ত্রী।

    রথযাত্রার দু’দিন আগে বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, অর্থ এবং স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দমকলমন্ত্রী সুজিত বসু। রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ দিঘার জগন্নাথ মন্দিরে যান মুখ্যমন্ত্রী। কী ভাবে তিনটি রথ এগোবে, ভিড় কী ভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে একটি বৈঠক করেন তিনি।

    মুখ্যমন্ত্রী জানান, শুক্রবার সকাল ৯টা থেকে রথযাত্রার প্রস্তুতি এবং উপচার শুরু হয়ে যাবে। অত্যধিক ভিড়ের কারণে যাতে কোনও দুর্ঘটনা না-ঘটে, সেই কারণে রথ চলার সময় সাধারণ মানুষকে ব্যারিকেড টপকে রাস্তায় নামতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুপুর ২টোয় রথে আরতি এবং পুজো শুরু হবে। আড়াইটে নাগাদ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে।
  • Link to this news (আনন্দবাজার)