বাংলার শ্রমিকদের ফের বিজেপি-শাসিত রাজ্যে ‘ডিটেনশন ক্যাম্পে’ পাঠানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দিঘায় অভিযোগ করেছেন, “ওড়িশার কটকে ১০০ জন পরিযায়ী শ্রমিককে ‘ডিটেনশন ক্যাম্পে’ পাঠানোর খবর মিলেছে। কয়েক জনকে বালেশ্বর থানাতেও আটক করা হয়েছে।” তাঁর সংযোজন, “বাংলা ভাষায় কথা বললেই এই ভাবে হেনস্থা করা হচ্ছে। মুখ্যসচিবকে বলেছি ওড়িশা সরকারের সঙ্গে কথা বলতে। কেন এমনটা হবে?” ঘটনাচক্রে, কিছু দিন আগেই রাজস্থানেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ তুলেছিলেন মমতা। পরে প্রশাসনের হস্তক্ষেপে ইটাহারের ওই পরিযায়ী শ্রমিকেরা মুক্তি পেয়েছিলেন। যদিও ওই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে পাল্টা অভিযোগ করা হয়েছিল, তৃণমূল কংগ্রেস যে ভাবে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে, তার জন্য দেশে বাঙালিরা বিড়ম্বনায় ও বিপদে পড়ছেন।