• আপাতত হস্তক্ষেপ নয় ভর্তির পোর্টালে
    আনন্দবাজার | ২৭ জুন ২০২৫
  • রাজ্যের কলেজে ভর্তির পোর্টালের আবেদন প্রক্রিয়ায় আপাতত আদালতের নির্দেশের অবমাননা হয়নি বলেই মনে করছে কলকাতা হাই কোর্ট। তাই এই সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার কোনও হস্তক্ষেপও করেনি বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে শুধু ভর্তির জন্য আবেদনপত্র নিচ্ছে রাজ্য। ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তাই এই মুহূর্তে ওবিসির বিজ্ঞপ্তি সংক্রান্ত আদালতের নির্দেশ লঙ্ঘন করা হয়নি। প্রসঙ্গত, ওবিসি সংক্রান্ত রাজ্যের প্রশাসনিক বিজ্ঞপ্তি স্থগিত করেছে আদালত। কিন্তু আদালতে অভিযোগ জমা পড়েছিল, সেই নির্দেশের পরেও ভর্তির পোর্টালে ওবিসি গোত্রবিন্যাস বজায় রাখা হয়েছে।

    এ দিন শুনানিতে রাজ্য জানায়, কোর্টের নির্দেশের পরে ভর্তির পোর্টালে বিশেষ বিজ্ঞপ্তি (ডিসক্লেমার) দেওয়া হয়েছে। তা শুনে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, বর্তমানে যে ওবিসির গোত্রবিন্যাস গ্রহণ করা হচ্ছে না, তা সন্তোষজনক। বিচারপতি মান্থা বলেন, ‘‘রাজ্য যে কোর্টের নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করবে, এটাই প্রত্যাশিত।’’ তবে এ দিন কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ছাড়া রাজ্যের কলেজে ভর্তি বা চাকরিতে নিয়োগের ক্ষেত্রে হাই কোর্টের ওবিসি সম্পর্কিত নির্দেশ রাজ্য পুঙ্খানুপুঙ্খ পালন করবে এবং ভর্তির পোর্টালে ওবিসি গোত্র বিন্যাসের উল্লেখ থাকবে না, এই মর্মে হলফনামা দিতে হবে। পরবর্তী শুনানি ৪ জুলাই।

    এ দিন মামলাকারীদের আইনজীবী সুবীর সান্যাল, বাঁশুরি স্বরাজ এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভর্তির পোর্টালে রাজ্য স্থগিত হওয়া ওবিসি গোত্রবিভাজন রাখায় পরবর্তী কালে প্রচুর পড়ুয়া সমস্যায় পড়বেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত দাবি, কোর্টের রায় পাওয়ার পরে ভর্তির পোর্টালে প্রয়োজনীয় সংশোধনী দেওয়া হয়েছে। চাকরিতে নিয়োগের রাজ্যের অবস্থান পরবর্তী শুনানিতে জানানো হবে বলেও এজি উল্লেখ করেন।

    ভর্তিতে হস্তক্ষেপ না করায় হাই কোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এক্স হ্যান্ডলে টুইট করেন।
  • Link to this news (আনন্দবাজার)