বডিগার্ড লাইন্সের জমি দিতে সম্মতি, খিদিরপুর-জট মুক্ত জোকা মেট্রো
আনন্দবাজার | ২৭ জুন ২০২৫
প্রায় চার বছরের টানাপড়েন শেষে জোকা-বি বা দী বাগ মেট্রোর খিদিরপুর স্টেশনের জমি নিয়ে জট কাটল। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা পুরসভার কমিশনারের কাছ থেকে আলিপুর বডিগার্ড লাইন্সের জমি ব্যবহার করতে দেওয়ার প্রশ্নে সম্মতিসূচক চিঠি এসে পৌঁছয় পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে। রাজ্য প্রশাসনের তরফে কিছু শর্ত আরোপ করা হলেও প্রয়োজনীয় ১৭০২ বর্গমিটার জমি নির্মাণকাজে ব্যবহার করতে দিতে সম্মতি মিলেছে বলে মেট্রো সূত্রের খবর। নির্মাণকাজ শেষে ওই জমির একাংশ রাজ্যকে ফিরিয়ে দেবেন মেট্রো কর্তৃপক্ষ। জমি-জট কাটায় সন্তোষ প্রকাশ করে কলকাতা মেট্রোয় জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেন, ‘‘ঠিক সময়েই সম্মতি এল। বাধা কাটার ফলে কলকাতার মানুষ এই প্রকল্প থেকে বিশেষ ভাবে উপকৃত হবেন।’’
মেট্রো সূত্রের খবর, প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত জোকা-এসপ্লানেড মেট্রোপথের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে বর্তমানে পরিষেবা চালু আছে। এর পরে মোমিনপুর থেকে এই মেট্রোর সুড়ঙ্গে প্রবেশ করার কথা। সেন্ট টমাস স্কুলের জমিতে সুড়ঙ্গ নির্মাণের প্রস্তুতি হিসাবে টানেল বোরিং মেশিন নীচে নামানোর প্রক্রিয়া শুরু হয়ে গেলেও ভূগর্ভে খিদিরপুর স্টেশন নির্মাণ নিয়ে জটিলতা দেখা দেয়। মোট ১৭০২ বর্গমিটার জমির মধ্যে ওই স্টেশনে পৌঁছনোর প্রবেশপথ ছাড়াও বায়ু চলাচলের পথ তৈরির জন্য ৮৩৭ বর্গমিটার জমি আলিপুর বডিগার্ড লাইন্সের এলাকা থেকে পাকাপাকি ভাবে দেওয়া নিয়ে আপত্তি তোলে রাজ্য। সেই সঙ্গে নিকাশি-সহ অন্যান্য পরিকাঠামো সরানোর জন্য বাকি জমি হস্তান্তর নিয়েও আপত্তি ওঠে।
শুরুর দিকের আলোচনার ভিত্তিতে মেট্রো কর্তৃপক্ষ নিকাশি, জলের পাইপলাইন-সহ নানা ব্যবস্থা সরানোর জন্য কলকাতা পুরসভাকে ৬০.৬৫ কোটি টাকা দেন। কিন্তু পরে আচমকা প্রকল্প নিয়েরাজ্য বেঁকে বসে। তারা মেট্রো কর্তৃপক্ষকে খিদিরপুর স্টেশন নির্মাণের পরিকল্পনা বাতিল করে মোমিনপুর থেকে ৩.২ কিলোমিটার দূরত্বে সরাসরি ভিক্টোরিয়া স্টেশন নির্মাণের পরামর্শ দেয়।
উল্লেখ্য, যাত্রী-সুরক্ষা, বায়ু চলাচল ছাড়াও বাণিজ্যিক স্বার্থে আদর্শ ব্যবস্থায় এক কিলোমিটার অন্তর মেট্রো স্টেশন তৈরি হওয়ার কথা। এ ক্ষেত্রে রাজ্যের আপত্তিতে প্রকল্প ঘিরেই তৈরি হয় সংশয়। ইতিমধ্যে ওই মেট্রোপথ এসপ্লানেড ছাড়িয়ে ইডেন গার্ডেন্স পর্যন্ত সম্প্রসারিত করার অনুমতি দেয় রেল মন্ত্রক। ওই মেট্রোকে ধরে এসপ্লানেড এলাকায় তিনটি মেট্রোর সংযুক্ত স্টেশন তৈরি হওয়ার কথা।