• সাইবার প্রতারণায় চার ধৃতের জামিন খারিজ
    আনন্দবাজার | ২৭ জুন ২০২৫
  • একটি সাইবার প্রতারণার মামলায় কলকাতার মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালত থেকে জামিন পেয়েছিল ধৃত চার অভিযুক্ত। সেই জামিন বুধবার খারিজ করেন কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায়। চার অভিযুক্তের নাম ইয়াসির ইকবাল, অনুভব সাউ, মহম্মদ শাইন নীল মহম্মদ এবং কুর্ত মনসারমণি। বিচার ভবনের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘‘চার জনকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে আদালত।’’

    আদালত জানিয়েছে, ধৃতেরা ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের ফোন করে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করত। দুবাইয়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সেই টাকা দেশে আনত। সাইবার ক্রাইম থানায় সেই অভিযোগ দায়ের হলে তদন্ত শুরু হয়। পুলিশি ও জেল হেফাজতে কাটিয়ে এপ্রিলে কলকাতার সিজেএম আদালত থেকে জামিন পায় তারা। দীপঙ্কর জানান, এর পরেই চার জনের জামিন খারিজের আর্জি জানানো হয় কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারকের এজলাসে।
  • Link to this news (আনন্দবাজার)