কোন রাস্তায় কোন সিগন্যালে সমস্যা, খতিয়ে দেখতে নির্দেশ
আনন্দবাজার | ২৭ জুন ২০২৫
কোথাও সিগন্যালের টাইমার কাজ করছে না। কোথাও পথচারীদের রাস্তা পারাপারের সিগন্যাল বিকল। রাস্তার সিগন্যাল নিয়ে হামেশাই এমন অভিযোগ আসে। এ বার তাই শহরের সব ক’টি সিগন্যাল ঠিক আছে কিনা, তা দেখতে সার্জেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে। লালবাজার সূত্রের খবর, এর জন্য ট্র্যাফিক গার্ডগুলির এক জন করে ইনস্পেক্টরকে নোডাল অফিসার করা হয়েছে। যাঁরা সব কিছু খতিয়ে দেখে কোথায়, কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সে বিষয়ে লালবাজারে রিপোর্ট দেবেন। সম্প্রতি সিগন্যাল ব্যবস্থা নিয়ে লালবাজারে বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা পুলিশ এলাকায় ছ’শোরও বেশি সিগন্যাল রয়েছে। গুরুতর কিছু না ঘটলে সমস্ত সিগন্যালই স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলতে থাকে। যদিও প্রায়ই অভিযোগ ওঠে, ফাঁকা রাস্তাতেও সিগন্যাল লাল থেকে সবুজ হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। কোথাও আবার অভিযোগ, রাস্তার এক দিকে সিগন্যাল বেশি ক্ষণ সবুজ থাকছে অন্য দিকের তুলনায়। শুধু তা-ই নয়, কোথাও কোথাও পথচারীদের জন্য নির্ধারিত সিগন্যাল ব্যবস্থা কাজ করে না বলেও অভিযোগ।
এক পুলিশকর্তা জানান, সমস্যা মেটাতে গার্ডগুলিকে নিজেদের এলাকার প্রতিটি সিগন্যাল খুঁটিয়ে দেখে কোথাও কোনও সমস্যা আছে কিনা, জানাতে বলা হয়েছে। মূলত সার্জেন্টরাই নিজ নিজ এলাকায় এই কাজ করবেন। সিগন্যাল পোস্ট ঠিক আছে কিনা এবং দূর থেকেও তা দৃশ্যমান কিনা, খতিয়ে দেখবেন তাঁরা। অফিসের ব্যস্ত সময়ের সিগন্যাল আর রাতের ফাঁকা সময়ের সিগন্যালের জ্বলা-নেভার ক্ষেত্রে সময়গত যে ফারাক থাকার কথা, তা রয়েছে কিনা, তা-ও পরখ করবেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, সার্জেন্টরা নিজেদের এলাকার সিগন্যালের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা চিহ্নিত করছেন, সেগুলি লালবাজারের পাশাপাশি সিগন্যালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকেও জানাতে হবে। যার ভিত্তিতে পুলিশ এবং ওই রক্ষণাবেক্ষণকারী সংস্থার তরফে সিগন্যাল পরিদর্শন করা হবে। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যদি কোথাও বড় ধরনের সমস্যা থাকে, যা ঠিক করা ওই সংস্থার পক্ষে সম্ভব নয়, তবে তা লালবাজারের ট্র্যাফিক কন্ট্রোল রুমকে জানাতে বলা হয়েছে বলে সূত্রের খবর।
ট্র্যাফিক পুলিশের কর্তাদের আশা, সব সিগন্যাল ব্যবস্থা খতিয়ে দেখার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সাধারণ নাগরিকের সমস্যার সমাধান হবে।