• মেসারার্সের বিরুদ্ধে দ্রুত গোল তোলাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের
    বর্তমান | ২৭ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবার কলকাতা লিগে কোনও ম্যাচ হারেনি ইস্ট বেঙ্গল। খেতাবও প্রায় নিশ্চিত ছিল। তবে ডায়মন্ডহারবার এফসি আদালতের দ্বারস্থ হওয়ায় চ্যাম্পিয়নশিপ বিশ বাঁও জলে। সেসব ঝুটঝামেলা নিয়ে অবশ্য মাথা ঘামাতে নারাজ লাল হলুদ কোচ বিনো জর্জ। ছন্দে ধরে রেখে নতুন মরশুমে বাজিমাত করাই পাখির চোখ তাঁর। সেই লক্ষ্যে শুক্রবার নৈহাটিতে কলকাতা লিগ অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল। প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। পরিসংখ্যান অনুযায়ী ১৯২২ সালের পর প্রথমবার মুখোমুখি হবে এই দুই ক্লাব। সেবার কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনে দু’টি ম্যাচই দাপটে জিতেছিল মশালবাহিনী।

    গতবারের কোর টিম ধরে রেখেছে ইস্ট বেঙ্গল। জেসিন টিকে, সিকে আমন, শ্যামল বেসরা, চাকু মান্ডি, বিজয় মূর্মূরা তো আছেনই। সঙ্গে নতুন রিক্রুট বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের বিক্রম প্রধান ও মনতোষ মাঝি। বৃহস্পতিবার সল্ট লেকে স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠে চূড়ান্ত মহড়াতেও বেশ আত্মবিশ্বাসী দেখাল বিনোকে। গতবারের মতো এবারও আক্রমণাত্মক ফুটবলই তাঁর হাতিয়ার। কোর টিম ধরে রাখায় টিম কম্বিনেশনও তৈরি। লেফট উইংয়ে সায়ন ও রাইট উইংয়ে আমন সিকেকেও বেশ চনমনে দেখাল। লক্ষ্যভেদে প্রধান ভরসা কেরালাইট জেসিন টিকে। ইস্ট বেঙ্গল স্কোয়াডে বিকল্পের অভাব নেই। সিচুয়েশন প্র্যাকটিসে এদিন মাঝমাঠে তন্ময়,গুইতে ও নাসিবের কম্বিনেশন পরখ করে নিলেন কোচ। রক্ষণভাগে সম্ভবত চাকু মান্ডির সঙ্গে জুটি বাঁধবেন মনোতোষ চাকলাদার। রাইট ও লেফট ব্যাকে নজর কাড়লেন জোসেফ ও সুমন দে। তেকাঠির নীচে ভরসা জোগাতে তৈরি আদিত্য পাত্র। সবমিলিয়ে প্রথম ম্যাচে দাপট দেখাতে তৈরি ইস্ট বেঙ্গল। অনুশীলন শুরুর আগে আত্মবিশ্বাসী কোচ বিনো বলছিলেন, ‘গত মরশুমে নিজেদের কাজটা ভালোভাবেই করেছি। একটিও ম্যাচ হারিনি। বাকি সিদ্ধান্ত আমাদের হাতে নেই। যে কোনও প্রতিযোগিতাতেই প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ছেলেরা জয়ের জন্য ঝাঁপাবে। এবার লিগে ছয় জন ভূমিপুত্র খেলাতে হবে। এতে বাংলার ফুটবলের উন্নতি হবে।’ তবে তিনি শুক্রবার বেঞ্চে বসতে পারবেন না।

    অন্যদিকে, শক্তির নিরিখে ইস্ট বেঙ্গলের থেকে অনেক পিছিয়ে মেসারার্স ক্লাব। তবে শতবর্ষ পেরনো ক্লাবে ময়দানের পোড় খাওয়া সুরচন্দ্র সিং, রাম মালিক, দীপেন্দু দুয়ারির মতো ফুটবলার রয়েছেন। তাই ইস্ট বেঙ্গলকে বেগ দিতে তৈরি মেসারার্স। কোচ রাজীব দে’র কথায়, ‘ইস্ট বেঙ্গলের মতো বড় দলের বিরুদ্ধে সেরাটা মেলে ধরতে মুখিয়ে ছেলেরা।’

    নৈহাটিতে খেলা শুরু বিকেল ৩টে। সরাসরি সম্প্রচার এসএসইন অ্যাপে।
  • Link to this news (বর্তমান)