• অভিষেককে পেতে ঝাঁপাল মোহন বাগান
    বর্তমান | ২৭ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঞ্জাব এফসি’র লেফট উইং ব্যাক অভিষেক সিং গত মরশুমের অন্যতম সেরা। তাঁকে বিক্রি করতে দু’কোটি টাকার বেশি ট্রান্সফার ফি ধার্য করেছে পাঞ্জাব ম্যানেজমেন্ট। সেই অভিষেক সিংকে পেতে এবার অল-আউট ঝাঁপাল মোহন বাগান। এরসঙ্গে ফুটবলারটির বেতন তো রয়েইছে। সূত্রের খবর, ট্রান্সফার ফি নিয়ে দু’পক্ষের দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আসলে উইং ব্যাকে শুভাশিস বসুর একজন বিকল্প চায় সবুজ-মেরুন থিঙ্কট্যাঙ্ক। তাদের প্রথম ও প্রধান পছন্দ অভিষেকই। পাশাপাশি মুম্বই সিটির মেহতাব সিংয়ের সঙ্গেও জোরকদমে কথা চলছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্টের। এদিকে, আসন্ন ডুরান্ড কাপে অংশগ্রহণ নিশ্চিত ডায়মন্ডহারবার এফসি’র।
  • Link to this news (বর্তমান)