বাংলাদেশি সন্দেহে মালদার ১৯ জন শ্রমিককে ওডিশায় আটক করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি এলাকায় ওই শ্রমিকদের বাড়ি। কয়েক মাস আগে তাঁরা ওডিশায় কাজ করতে গিয়েছিলেন।
অভিযোগ, বুধবার সকালে ওডিশার কটক জেলার পুলিশ ওই শ্রমিকদের আটক করে থানায় নিয়ে যায়। তারপরে ওই শ্রমিকদের পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁদের হেনস্থা ও নির্যাতন করা হয়।
ওই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকজন জানান, অনেক বছর ধরে তাঁরা ওডিশায় কাজ করতে যেতেন। বকরি ইদের পরে ওই শ্রমিকরা কাজের সন্ধানে ওডিশায় গিয়েছিলেন। হরিশ্চন্দ্রপুর ২ নম্বরে ব্লকের প্রায় ১০০ জন শ্রমিক সেখানে রয়েছেন। সেখানে ঘর ভাড়া করে তাঁরা থাকেন। কেউ নির্মাণ শ্রমিকের কাজ করেন, আবার কেউ বিভিন্ন ধরনের প্লাস্টিকের সামগ্রী, পোশাক ইত্যাদি ফেরি করেন। কিন্তু এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। তাঁদের আরও অভিযোগ, বিজেপি সরকার ওডিশায় ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের ওপর অত্যাচারের ঘটনা বাড়ছে।
শ্রমিকদের পরিবারের লোকজন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভিডিও তাপস কুমার ব্লক পাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা জানান, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আটক করা শ্রমিকদের দ্রুত রাজ্যে ফেরানোর জন্য শ্রমিকদের পরিচয়পত্র-সহ সব নথি সংগ্রহ করে ওডিশা প্রশাসনের কাছে পাঠানোর ব্যবস্থা করছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।