• প্রভু জগন্নাথ খেতে খুব ভালোবাসেন, ছাপান্ন ভোগের আয়োজনে ব্যস্ত মাহেশ...
    আজকাল | ২৭ জুন ২০২৫
  • মিল্টন সেন,হুগলি: নানান রকমের রান্না চলছে। রথযাত্রাকে ঘিরে রথের দিন ভোর রাত থেকে শ্রীরামপুর মাহেশে ছিল চরম ব্যস্ততা। কারণ প্রভু জগন্নাথ যে খেতে বড় ভালোবাসেন। তাই তৈরি হচ্ছিল খিচুড়ি, অন্ন, পায়েস সবই। হরেক পদের রান্না হয় রথযাত্রার দিন। মাহেশ জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় ভোর রাত থেকেই তাই ব্যস্ততা থাকে।

    প্রভু জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি মালপোয়া। সুভদ্রার পছন্দ পায়েস। বলভদ্রের পছন্দ পোলাও। এছাড়া আলুর দম ধোকার ডালনা, পনির, চাটনির পদ তো আছেই। মাহেশ প্রসঙ্গে বলা হয় "নিত্য পুজো, নিত্য ভোগ, নিত্য শাস্ত্রপাঠ,ভক্ত জন জানে তাই মাহেশ শ্রীপাঠ"। শুক্রবার রথযাত্রায় জগন্নাথ দেব পৌঁছে যাবেন মাসির বাড়ি। সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া করে আর বাড়ি ফিরতে চান না তিনি। তখন লক্ষ্মীদেব লেঠেল বাহিনী পাঠিয়ে ভান্ডার লুট করান। জগন্নাথ দেব খেতে ভালোবাসেন। তাই স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে ৫৬ রকমের ভোগ নিবেদন করা।

     এছাড়াও রথের দিন নানা রকমের ভোগ নিবেদন করা হয় প্রভুকে। মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান, খিচুড়ি, অন্ন,পায়েস এই তিন পদ প্রত্যহ প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করা হয়। রথযাত্রার দিন বিশেষ আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। ভোরবেলা মঙ্গল আরতির পর প্রভুকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয়। এর পাশাপাশি আজ বিশেষ ভোগ তৈরি হয়েছে।

     বিভিন্ন রকমের ভাজা, তরকারি, অড়হর ডাল, আলুর দম, পোলাও ,ছানার তরকারি, ধোকা, চাটনি মালপোয়া, নিবেদন করা হয়েছে প্রভুকে।সকালে ভোগ নিবেদনের পর মন্দিরের চাতালে আনা হয় জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে। সকাল থেকেই ভক্তদের ভিড় জমে মন্দির চত্বরে।

     ফুল,তুলসীর মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করছে অগণিত ভক্ত।পাশাপাশি ভক্তরাও কেউ এনেছেন সন্দেশ, কেউ মালপোয়া ,আবার ছানার মিষ্টান্ন দিয়ে পুজো দিয়েছেন প্রভুর চরণে। ভক্তদের উদ্দেশ্য ভোগ বিতরণ করা হচ্ছে মন্দির থেকে। খিচুড়ি অন্ন পায়েস মালপোয়া ভোগ পেতে ভক্তদের লাইন পড়ছে।
  • Link to this news (আজকাল)