পুরী যেতে না পেরে রথের সূচনা বহু যুগ আগে, মহা ধুমধামে টান পড়ল চন্দননগরের রথের রশিতে...
আজকাল | ২৭ জুন ২০২৫
মিল্টন সেন,হুগলি: সকাল সকাল রথের টান হয়ে যায় চন্দননগরে। নিয়ম অনুযায়ী বারবেলার আগেই, চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে রথের টান হয় প্রতিবার।
জানা যায়, ১৭৭৬ সালে চন্দননগর লক্ষীগঞ্জ বাজারের ব্যবসায়ী যদুবেন্দ্র ঘোষ এই রথের সূচনা করেছিলেন। তিনি পুরী শ্রীক্ষেত্রে যেতে না পেরে জগন্নাথ দেবের স্বপ্নাদেশে এই রথের সূচনা করেন, এমনই জনশ্রুতি আজও। যদিও বর্তমানে যে রথটি টানা হয়ে থাকে, সেটি এখানকার ব্যবসায়ীদের তৈরি লোহার রথ। আগে ছিল কাঠের রথ। কিন্তু সেটি জরাজীর্ণ হয়ে পড়ায় পরবর্তীকালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ৬০ টন ওজনের এই রথ তৈরি করা হয়।
সকাল থেকে রৌদ্রজ্বল আকাশ তাই এবছর রথ দেখতে সকাল থেকেই মানুষের ঢল নামে রাস্তার দুপাশে। নির্ধারিত নিয়ম মেনে সকালের প্রথম টান হয়েছে। এরপর বিকেল তিনটে নগদ রথের দড়িতে পুনরায় টান পড়বে। মাসির বাড়ি তালডাঙা পৌঁছবেন জগন্নাথ দেব।
রথযাত্রার সূচনায় উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহা নাগরিক মুন্না আগরওয়াল-সহ চন্দননগর পুর নিগমের কাউন্সিলররা সকলেই।