কলকাতা: পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। যার প্রভাবে আজ, শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে বর্ষা সক্রিয় থাকবে।হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় এই সময়ে এক বা একাধিক দিনের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ, শুক্রবার রথযাত্রার দিন দুই ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলারও কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।