মহাসমারোহে পালিত হল মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। শতাধিক ভক্তের উপস্থিতিতে পুজো, ভোগ ও কীর্তনে ভরে উঠেছিল মন্দির চত্বর। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী রথে চড়ে পৌঁছান মাসির বাড়ি। ইসকন মায়াপুরের রথযাত্রা অনুষ্ঠিত হয় রাজাপুর জগন্নাথ মন্দির থেকে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর। এখান থেকেই সুসজ্জিত তিনটি রথ মায়াপুর চন্দ্রদয় মন্দিরের মাসির বাড়িতে গুন্ডিচা মন্দিরে পৌঁছায়।
দেশ-বিদেশের বহুভক্ত সমাগম হয় ইসকন মায়াপুরের রথযাত্রা ঘিরে। রোজ ৫৬ ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। এদিন দেওয়া হয় প্রায় ৩০০ রকমের খাবারের ভোগ। এদিন ফল, মিষ্টি সহ প্রায় ৩০০ রকমের খাবার দিয়ে ভোগ দেওয়া হয় ইসকনের রাজাপুর জগন্নাথ মন্দিরে।
কাঁঠাল অত্যন্ত প্রিয় জগন্নাথ দেবের। তার পাশাপাশি থাকছে নানান রকমের ফল, থাকছে নানান পিঠে পুলি। এছাড়া বিভিন্ন রকমের রকমারি খাবারের ভোগ নিবেদন করা হয় এদিন।
সব মিলিয়ে রথযাত্রার ভোগ নিয়ে মানুষের মধ্যে বিশাল উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘এদিন মায়াপুরের ইসকন রথে দেশ-বিদেশের বহু ভক্তের সমাগম হয়েছে। নিরাপত্তাও ছিল আঁটোসাঁটো। ধুমধাম করে পালিত হয়েছে মায়াপুরের রথযাত্রা।’