লাভপুরে বিস্ফোরণকাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতার পুত্র
দৈনিক স্টেটসম্যান | ২৭ জুন ২০২৫
বীরভূমের লাভপুরে হাতিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল নেতার পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় বোলপুর মহকুমা হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁকে পাকড়াও করে পুলিশ। এক পুলিশকর্তা বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতালে গিয়েছিল পুলিশ। হাসপাতালের বাইরে থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
স্থানীয় সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ কাইফ। বয়স ১৯ বছর। তিনি হাতিয়া গ্রামেরই বাসিন্দা। কাইফের বাবা শেখ আবসার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের পর বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছিলেন অভিযুক্ত। এদিকে আবসারের দাবি, ছেলে নির্দোষ। তাঁকে পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে।
বিস্ফোরণে জখম হন কাইফ। ওই যুবকের মুখে ও শরীরে বিস্ফোরণে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন অংশে পোড়ার দাগও আছে। ধৃতের বাবা আবসার বলেন, ‘আমার ছেলে মাঠে গরুর টাঙ্গা নিয়ে গিয়েছিল। ফেরার সময় দুষ্কৃতীদের বোমাবাজির মধ্যে পড়ে যায় ও। বোমা ফেটে ওর গায়ে লাগে। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ।’
প্রসঙ্গত, গত শুক্রবার হাতিয়া গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। সেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় দু’জনের। আহত হন তিনজন। তদন্তে নেমে গ্রামেরই দু’জনকে গ্রেপ্তার করা হয়। আর বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে মহম্মদ কাইফকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ।
উল্লেখ্য, গত বছর মার্চ মাসে লাভপুরের হাতিয়া গ্রামেই অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছিল পুলিশ। সেই সময় অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ।