মুর্শিদাবাদে এসটিএফের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪
দৈনিক স্টেটসম্যান | ২৭ জুন ২০২৫
এসটিএফের অভিযানে মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হল। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-এর একটি দল মুর্শিদাবাদের ফরাক্কা থানার নেতাজি সেতুর তলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বিহার এবং বাংলার চারজনকে।
সূত্রের খবর, বিহার থেকে অস্ত্র এনে তা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ছক ছিল পাচারকারীদের। এসটিএফ-এর সক্রিয়তায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অভিযানে উদ্ধার হয়েছে মোট ৯টি আগ্নেয়াস্ত্র এবং ১৫৮ রাউন্ড তাজা কার্তুজ। তদন্তকারীদের দাবি, এই চারজনের সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র সরবরাহ চক্র জড়িয়ে রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত মুকেশ মিশ্র (৪৫) এবং শ্যামজিৎ কুমার ঠাকুরের (৪৫) বাড়ি বিহারে। নইমুদ্দিন শেখ (২৩) এবং সানাউল শেখের (২২) বাড়ি মালদহের কালিয়াচকে। পুলিশের দাবি, বিহার থেকে বাংলায় বিপুল পরিমাণ অস্ত্র পাচার করছিল তাঁরা।
ইতিমধ্যে অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। ধৃত চারজনকে জেরা করে পাচারচক্রের বৃহত্তর নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহে নেমেছেন তদন্তকারীরা। বিহারের রেজিস্ট্রেশন থাকা একটি মালবাহী গাড়িকেও আটক করা হয়েছে। পাশাপাশি, কোথা থেকে অস্ত্রগুলি এসেছে এবং কারা এই চক্রের মূল মাথা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মালদহের ইংরেজ বাজার পুরসভার কাউন্সিলার দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় বিহার যোগের তত্ত্ব উঠে এসেছিল। শুধু তাই নয়, কলকাতার কাউন্সিলার সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাতেও ভিন রাজ্যের দুষ্কৃতীদের যোগ মিলেছিল। তারপরই থেকেই অভিযান জোরদার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।