রথযাত্রার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা। শুক্রবার ঘোলা থানার অন্তর্গত মহিষপোতা কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক মহিলা। মৃতদেহগুলির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পুরুষ যাত্রীর নাম মোফিজুল মোল্লা। বয়স ২৩। অন্যজন সঞ্জীব দে। বয়স ২৬ বছর। ওই দুই যুবকের বাড়ি রহড়ায়। মহিলার নাম এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। চালক ও গাড়িটির খোঁজ করছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয় এলাকায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন এক মহিলা এবং দুই যুবক। সেই সময় পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে বাইকটিকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনজন।
তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। পুলিশ কর্তাদের একাংশের আক্ষেপ, বারবার সতর্ক করার পরও চালক ও যাত্রীদের হুঁশ ফিরছে না। অনেকেই এখনও হেলমেট পরছেন না।