অন্যত্র বিয়ে ঠিক প্রেমিকার, রাগে তরুণীকে খুন করে আত্মঘাতী প্রেমিক!
প্রতিদিন | ২৭ জুন ২০২৫
নন্দন দত্ত, বীরভূম: বিচ্ছেদের পর প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করেছে পরিবার। খবর প্রেমিকের কানে পৌঁছতেই ভয়ংকর কাণ্ড। বাড়িতে ঢুকে প্রেমিকাকে এলোপাথাড়ি কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরবর্তীতে ইটভাটা থেকে উদ্ধার যুবকের গলায় ফাঁস দেওয়া দেহ। ইতিমধ্যেই দেহদুটিই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অনুমান, রাগের বশেই প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক।
বীরভূমের তারাপীঠের বুধি এলাকার বাসিন্দা বিক্রম মাল। তারাপীঠেরই বাতিনার বাসিন্দা সুস্মিতা বায়েনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। জানা গিয়েছে, সম্প্রতি প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টা জানতে পেরেই রাগে ফুঁসতে থাকেন যুবক। বৃহস্পতিবার গভীর রাতে সে সটান হাজির হয় প্রেমিকার বাড়িতে। সঙ্গে নেয় ধারালো অস্ত্র। বিক্রম প্রেমিকাকে এলোপাথাড়ি কোপায়। রক্তাক্ত অবস্থায় তরুণীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসক মেয়েটিকে মৃত বলে জানান।
ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাতেই খবর দেওয়া হয় থানায়। তদন্ত শুরু করে পুলিশ। কিছুক্ষণের ব্যবধানে সাহাপুর গ্রামের একটি ইট ভাটা থেকে উদ্ধার হয় বিক্রমের গলায় ফাঁস দেওয়া দেহ। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঠিক কী কারণে এই জোড়া মৃত্যু, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।