• DA মামলা: মুখ্যসচিবকে আদালত অবমাননার নোটিস ধরানোর দাবি ৩ কর্মচারী সংগঠনের
    এই সময় | ২৭ জুন ২০২৫
  • DA-র টাকা এখনই দেওয়া সম্ভব নয়, আরও ছয় মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানিয়েছে রাজ্য সরকার। এর পরেই কার্যত ফুঁসে উঠল কেন্দ্রীয় হারে DA -র জন্য আন্দোলনকারী সরকারি কর্মীদের তিন সংগঠন। রাজ্যের মুখ্যসচিবকে ‘আদালত অবমাননার নোটিস’ দেওয়ার দাবি করেছে সরকারি কর্মচারী পরিষদ, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ় এবং ইউনিটি ফোরাম।

    গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, আগামী ৪ সপ্তাহের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়েছে ২৭ জুন। কিন্তু রাজ্য আরও ৬ মাস সময় চেয়ে আদালতে গিয়েছে। এর পরেই সরব রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন।

    সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস দাস বলেন, ‘আদালতের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও রাজ্য অন্তর্বর্তী নির্দেশ মেটাতে কোনও পদক্ষেপ করেনি। সরকার আজ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সময় চেয়ে। আমাদের মনে হচ্ছে, রাজ্য আদালত অবমাননার দায় এড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করেছে। রাজ্যের দেখানো যুক্তিগুলি ভিত্তিহীন। আমরা আজকেই রাজ্যকে আদালত অবমাননার নোটিস দেবো।’

    একই কথা শোনা গেল ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদারের। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের ১৬ মে-র নির্দেশ মানেনি রাজ্য। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আমরা আইনি নোটিস দিয়েছি।’

    কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সভাপতি শ্যামল মিত্র বলেন, ‘রাজ্যের কাছে যথেষ্ট টাকা রয়েছে। কিন্তু তা দিতে চাইছে না। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চটাই এড়িয়ে যেতে চাইছে রাজ্য। তবে রাজ্যের আবেদন কতটা ধোপে টিকবে, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।’ তাঁদের সংগঠনের পক্ষ থেকেও রাজ্যকে আদালত অবমাননার নোটিস দেওয়া হবে বলে দাবি করেছেন তিনি। রাজ্য পুনর্বিবেচনার আবেদন জানিয়েছে সর্বোচ্চ আদালতে। তাদের বক্তব্য, বকেয়া DA দিতে যে অর্থের প্রয়োজন, চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই।

  • Link to this news (এই সময়)