রথযাত্রার দিনেই রথের চূড়া ভেঙে বিপত্তি হুগলিতে। আহত হলেন তিন জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবছর ডানকুনিতে রথতলা থেকে কালিপুর পর্যন্ত একটি রথযাত্রার আয়োজন করা হয়। সেই উপলক্ষ্যেই প্রতি বছর বিরাট ভক্ত সমাগম হয় ওই এলাকায়। রথযাত্রার মাঝেই ঘটে বিপত্তি। টি এন মুখার্জি রোড ধরে কালিপুরের দিকে যাওয়ার পথে ডানকুনি পুরসভার কাছে ঘটে দুর্ঘটনা। রাস্তার উপরে বিদ্যুৎ-এর তারে লেগে ভেঙে পড়ে রথের চূড়া।
রথের পিছনে থাকা ভক্তদের মধ্যে কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সূত্রের খবর, আহতদের মধ্যে জসমিতা বিসয়ী, দমেন্তি সিং, কল্পনা ঠাকুর নামে তিন মহিলার চোট গুরুতর বলে জানা গিয়েছে।
রথের উদ্যোক্তারা জানান, প্রতি বছরের মতোই এবারও রথ উপলক্ষ্যে বেশ ভিড় হয়েছিল। সেই ভিড় সামলাতে গিয়ে হিমসিম খেতে হয় উদ্যোক্তাদের। রথের চূড়া ভেঙে পড়ার সময়ে একটি পতাকা খুলে পড়ে একজনের মাথায়। ঘটনার কারণে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দেয় ডানকুনি থানার পুলিশ।