• রথযাত্রার মধ্যেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত? সপ্তাহ ঘুরতেই বাংলায় ঝড়-জলের আশঙ্কা, আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন...
    আজকাল | ২৮ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রার দিন বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আগামী ২৯ জুন নতুন ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ অঞ্চলের। শুক্রবার এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে পূর্ব রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত পূর্ব-পশ্চিমে একটি নিম্লচাপ অঞ্চল বিস্তৃত রয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার ওপরে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে। 

    অন্যদিকে, আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়ার বর্তমানে পরিস্থিতির কারণে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। শুক্রবার সকালে রোদের দেখা মিললেও এদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা–সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।

    হাওয়া অফিসের পূর্বাভাস, ২ জুলাই অবধি কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ২ জুলাই অবধি রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার অবধি। যদিও হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হলেও দুই বঙ্গে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
  • Link to this news (আজকাল)