• চুঁচুড়া ময়দানের প্রাতঃভ্রমণকারীদের মহান উদ্যোগ, রথের দিনে হল জমজমাট বৃক্ষরোপণ কর্মসূচি...
    আজকাল | ২৮ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শ্রী শ্রী জগন্নাথদেবের মহা রথযাত্রা উপলক্ষে চুঁচুড়া ময়দানের প্রাতঃভ্রমণকারীদের "সকালবেলা" সংগঠনের উদ্যোগে এক মহতি বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া ময়দানের চারপাশে ৩০টি পলাশ গাছ রোপন করলেন 'সকালবেলা'র সদস্য-সদস্যরা। 

    এই অনুষ্ঠানে প্রথম পলাশ ফুলের চারাগাছটি রোপন করেন হুগলী চুঁচুড়া পৌরসভার মাননীয় পৌর প্রধান অমিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার কাউন্সিলর মাননীয়া শ্রাবণী দাস। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত সব বয়োজ্যেষ্ঠরাই একটি করে পলাশ গাছ রোপন করেছেন। 

    মাননীয় পৌর প্রধান অমিত রায় এই উদ্যোগকে সকলকে অনুকরণ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, "পরিবেশকে বাঁচাতে গাছ কাটা ও পুকুর ভরাট সকলে মিলে প্রতিরোধ করতে হবে।" স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দাস বলেন, "এখন প্রয়োজন সবুজায়নের, মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে প্রচুর প্রচুর গাছ লাগানো দরকার।" 

    এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভজিৎ সরস্বতী, চুঁচুড়া বালিকা শিক্ষা মন্দির স্কুলের প্রাক্তন শিক্ষিকা মাননীয়া অঞ্জলি আঢ্য-সহ আরও অনেকে। বহু মানুষ হাজির থেকে এ দিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেছেন। 'সকালবেলা'র সদস্য দেবাশিস কুন্ডু, তারক চক্রবর্তী, চিন্ময় দাস, সুদীপ অধিকারী, সুভাষ চ্যাটার্জি-রা জানিয়েছেন যে, আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান সংগঠনের উদ্যোগে আরও বেশি বেশি করে করা হবে।
  • Link to this news (আজকাল)