‘কেন কার্তিক মহারাজ গ্রেপ্তার হবে না, তদন্ত হবে না পুরো’, কসবার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুললেন কুনাল...
আজকাল | ২৮ জুন ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ‘কোনও মহিলার ওপর যদি বলপূর্বক যৌন নিগ্রহ করা হয়, যা যা ব্যবস্থা নেওয়ার আছে, সব নেওয়া হোক। পুলিশ যা করেছে বেশ করছে, ঠিক করেছে তুলে এনেছে। একই ভাবে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করা উচিত। বিজেপি ধর্ষণে অভিযুক্তদের রক্ষা করে, প্রশয় দেয়’। দক্ষিণ কলকাতার কলেজে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপিকে পাল্টা বিঁধলেন কুনাল ঘোষ। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় ভারত সেবাশ্রম সংঘের পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজের গ্রেপ্তারির দাবি করেন তিনি। প্রশ্ন তোলেন, ‘কেন কার্তিক মহারাজ গ্রেপ্তার হবে না?’
কসবার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা চাই না, একটা ঘটনাও এখানে ঘটুক। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেসের এই নিয়ে কথা বলার কোনও নৈতিক অধিকার নেই। তৃণমূল এমন একটা দল, এমন একটা সরকার যারা ন্যায়বিচার ‘ডেলিভার’ করতে পারে’। তৃণমূলের তরফে এদিন দুটি ছবিও দেখানো হয় কার্তিক মহারাজের। একটি ছবিতে ভারত সেবাশ্রম সংঘের পদ্মশ্রী প্রাপককে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। অন্য ছবিটিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় নবগ্রাম থানায় এক মহিলা কার্তিক মহারাজের নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা ওই মহিলা বর্তমানে বহরমপুরে থাকেন বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, ২০১৩ সালে চাকরি এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ নবগ্রাম থানার চানক এলাকার ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত একটি স্কুলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। সেই সময় গর্ভবতী হয়ে পড়েন বলেও দাবি করেন ওই মহিলা। ঘটনায় মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার(লালবাগ) রাসপ্রীত সিং বলেন, ‘চাকরি দেওয়ার অছিলায় এক মহিলাকে ধর্ষণ করার লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের বাসিন্দা কার্তিক মহারাজের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে’।