• অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মীদের 'রক্ষা পেনশন সমাধান' অনুষ্ঠানে চাঁদের হাট...
    আজকাল | ২৮ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রথযাত্রা দিবসে অনুষ্ঠিত হল অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মীদের 'রক্ষা পেনশন সমাধান' অনুষ্ঠান।  ১৯৩ তম রক্ষা পেনশন সমাধান আয়োজনে উপস্থিত ছিলেন অনেকেই। ভারতীয় সেনা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবার অবসরপ্রাপ্ত সেনাদের পেনশন সমাধান, এই কল্যাণমূলক উদ্যোগের প্রধান দায়িত্বে (PCDA) প্রিন্সিপাল কন্ট্রোলার অফ ডিফেন্স একাউন্ট (প্রয়াগরাজ), এবং সঙ্গে রয়েছেন ভেটারেন্স সেল বেঙ্গল সাবএরিয়া, এবং ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার, এজি শাখা, সকলে মিলে এই অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিক রূপ দেয়।

    এদিনের এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়েছে রাজ্য সৈনিক বোর্ডের তত্ত্বাবধানে কর্নেল পার্থপ্রতিম বারিক এবং কলকাতা জেলা সৈনিক বোর্ডের সেক্রেটারি মেজর সায়ক চৌধুরী। একই সঙ্গে অনুষ্ঠিত হল 'বীর নারী সম্মান' প্রদান ১১ জন শহিদ সৈনিকের স্ত্রীদের। তাদের হাতে তুলে দেওয়া হল বীর সম্মান প্রদান এবং একই সাথে যারা এদিনের এই উদ্যোগকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অর্থাৎ কর্মরত সেনা আধিকারিকরা। তাদেরও একই সঙ্গে সম্মাননা প্রদান করা হয়। বলাবাহুল্য, অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের পেনশনের নানাবিধ কাগজপত্রের সমস্যার সমাধান এর পাশাপাশি বীর নারীদের হাতে তুলে দেওয়া হল সরকারিভাবে আর্থিক সহযোগিতা এবং সম্মাননা।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (ইস্টার্ন কমান্ড) ভারতীয় সেনা পূর্বতন শাখার প্রধান (GOC) রাজেশ অরুণ মোঘি, (COS) 'চিফ অফ স্টাফ' মোহিত মালহোত্রা, এবং ব্রিগেডিয়ার সহ একাধিক সেনাকর্তা ও আধিকারিকরা।

    চিফ অফ স্টাফ মোহিত মালহোত্রা বলেন, "টেনশন নিয়ে বেশ কিছু সমস্যা ছিল, তবে সেই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পেরেছি এবং সমাধান করা গেছে। আগামীতে আরও কোনও সমস্যা এলে আমরা ঠিক কাটিয়ে উঠতে পারব এবং সেদিকেই আমাদের লক্ষ্য থাকবে।"
  • Link to this news (আজকাল)