• কোচবিহারে পিকআপ ভ্যান থেকে ১৩৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস বিপুল পরিমান গাঁজা উদ্ধার করল। আলুর বস্তার ভিতরে লুকিয়ে এই গাঁজা পাচার করা হচ্ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিস ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সামসুর আলম এবং নারসাদ আলি। এদের মধ্যে প্রথমজন গাড়ির চালক। তাদের দু'জনেরই বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। একটি পিকআপ ভ্যানে করে আলুর বস্তার ভিতরে এই গাঁজা পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিস। উদ্ধার হওয়া গাঁজার পরিমান ১৩৬ কেজির কিছু বেশি। যা মোট ১৯টি প্যাকেটে রাখা ছিল। কোচবিহারের শুকটাবাড়ি সংলগ্ন এলাকা থেকে মাদকের প্যাকেটগুলি উদ্ধার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোচবিহার থেকে গাঁজা পাচারের ঘটনায় এর আগেও বহু পাচারকারী ধরা পড়েছে। পুলিস হাজার হাজার বিঘায় হওয়া গাঁজা চাষও নষ্ট করেছে। তারপরও চোরাগোপ্তা এই ধরনের গাঁজা পাচারের ঘটনা ঘটেই চলেছে। ঘটনায় জেলার অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মীনা বলেন, এদিন বিপুল পরিমান গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তারA করা হয়েছে। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে। শুরু হয়েছে তদন্ত। 
  • Link to this news (বর্তমান)