নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের শেষে দুর্ভোগে পড়তে চলেছেন শিয়ালদহ মেইন লাইনের যাত্রীরা। জানা গিয়েছে, শনি ও রবিবার মিলিয়ে মোট ৭৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহের মেইন লাইনে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ও দমদম জংশনের মাঝে ব্রিজ মেরামতির কাজ হবে। মূলত সেই কারণেই আগামী কাল অর্থাৎ শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত ওই লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। সেই কারণে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হবে শিয়ালদহ মেইন লাইনে।আপ এবং ডাউন উভয় লাইনেই পরিষেবা ব্যাহত হবে বলে জানা গিয়েছে। ফলে শিয়ালদহ থেকে গোবরডাঙা, হাসনাবাদ, শান্তিপুর, কৃষ্ণনগর, বারাসত, দত্তপুকুর লাইনের বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেশ কিছু ট্রেন আবার বাতিলও করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। মনে করা হচ্ছে এর ফলে বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরা।