কালীগঞ্জে নিহত তামান্না খাতুনের বাবা-মায়ের বয়ান শুক্রবার রেকর্ড করেছে পুলিশ। পাশাপাশি এ দিনই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন তাঁরা। তামান্নার পরিবারের অভিযোগ, এখনও অপরাধীরা প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের গ্রেপ্তার করছে না পুলিশ। এফআইআর–এর পর থেকেই পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তামান্নার বাবা।
জানা গিয়েছে, ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সি তামান্না খাতুনের। অভিযোগ, ওই দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে সিমিএম সমর্থকদের বাড়িতে বোমা ছোঁড়া হয়েছিল। সেই বোমার আঘাতে মৃত্যু হয় নাবালিকার। তারপর থেকে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। ঘটনার তিন রাতেই ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মৃতার পরিবার মোট ২৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। ৪ দিন পেরিয়ে গেলেও বাকি অভিযুক্তদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তামান্নার বাবা–মা। এই আবহে শুক্রবার মৃতার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঘটনার দিন কী ঘটেছিল? হামলার সময় কাদের এলাকায় দেখা গিয়েছে? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন তদন্তকারীরা।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তামান্নার মা সাবিনা বিবি। তাঁর অভিযোগ, পুলিশকে সব রকমভাবে সহযোগিতা করা হচ্ছে। কিন্তু তারপরেও তারা সক্রিয়তা দেখাচ্ছে না। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।