৩০ জুন থেকে চালু হচ্ছে পুরুলিয়া থেকে হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন। আজ, শনিবার ট্রেনটির ভার্চুয়ালি উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই ট্রেনটির সময়সূচি প্রকাশ করেছে পূর্ব রেল। কোন কোন স্টেশনে থামবে ট্রেনটি? সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। জেনে নেওয়া যাক বিস্তারিত।
পূর্ব রেলের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৮১২১ হাওড়া-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ৩০ জুন থেকে এবং ৬৮১২২ পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জার ১ জুলাই থেকে ট্রেন চালু হচ্ছে। দু’টি ট্রেনই শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন চালানো হবে।
যাত্রাপথের মাঝে আদ্রা, বাঁকুড়া, মশাগ্রাম, জৌগ্রাম, গুড়াপ, বেলমুড়ি, চন্দনপুর, কামারকুণ্ডু, বারুইপাড়া, জনাই রোড, ডানকুনি, বেলানগর, বালি, বেলুড়, লিলুয়া ও হাওড়া স্টেশনে থামবে।
৬৮১২২ পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জার পুরুলিয়া থেকে ছাড়বে ভোর ৪টে নাগাদ এবং হাওড়া পৌঁছবে সকাল ১১.৪০ নাগাদ। অন্যদিকে ৬৮১২১ হাওড়া-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার হাওড়া থেকে ছাড়বে বিকেল ৪.১৫ নাগাদ, পুরুলিয়া পৌঁছবে রাত ১১.৫৫ মিনিটে। সাড়ে সাত ঘণ্টার জার্নিতে সহজেই পুরুলিয়া থেকে হাওড়া যাতায়াত করতে পারবেন যাত্রীরা। ৬৮১২২ পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন বাঁকুড়ায় পৌঁছবে সকাল ৫.৫৫ নাগাদ, ফিরতি পথে ৬৮১২১ হাওড়া-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেন বাঁকুড়া স্টেশনে ঢুকবে রাত ১০.০৫ নাগাদ।
শনিবার উদ্বোধনের দিন পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত একটি ট্রেন চালানো হবে। এই ট্রেনটি দুপুর ১.৩০ মিনিটে পুরুলিয়া থেকে ছাড়বে। হাওড়া পৌঁছবে রাত ৯.১০ মিনিটে। উদ্বোদনের এই ট্রেনটি উপরোক্ত স্টেশনগুলি ছাড়াও পথিমধ্যে আরও একাধিক স্টেশনে থামবে।
উল্লেখ্য, বাঁকুড়া, পুরুলিয়ার যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এই ট্রেনটি। এই ট্রেনটির মাধ্যমে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন। ট্রেন চালু হাওড়া ফলে বাঁকুড়ার যাত্রীদের একদিকে যেমন ট্রেন বদল করতে হবে না। পাশাপাশি মশাগ্রাম থেকে লাইন পার হয়ে অন্য ট্রেন ধরার ঝুঁকিও থাকছে না। একটি ট্রেনেই বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে পৌঁছে যেতে পারবেন হাওড়ায়।