খুঁটিপুজো করে দুর্গাপুজোর মণ্ডপের কাজের সূচনা লম্বাপাড়া বাণী সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির
বর্তমান | ২৮ জুন ২০২৫
দেবজ্যোতি সাহা, তুফানগঞ্জ: শুক্রবার সাড়ম্বরে খুঁটিপুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর মণ্ডপের কাজের সূচনা হল লম্বাপাড়া বাণী সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির। এবারে থিমের পুজো করে নজর কাড়তে চলেছে এরা। তুফানগঞ্জ শহরের ৮নম্বর ওয়ার্ডের লম্বাপাড়ায় বাণী সঙ্ঘ ক্লাব প্রাঙ্গণে প্ল্যাটিনাম জুবিলি বর্ষের পুজোর আয়োজন শুরু করা হল। এদিন খুঁটিপুজোর কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর, ভাইস চেয়ারম্যান তনু সেন, স্থানীয় কাউন্সিলার অনিমেষ তালুকদার সহ বিশিষ্টরা।
এবারের পুজোর থিম ‘মাটির গন্ধে মাতব আনন্দে’। কলকাতার শিল্পী অমল পাঁজা থিম মেকার। থিম তৈরিতে কুয়োর রিং, বাঁশের কঞ্চি, খড়, ধানের শিস, মাটির কলসি প্রভৃতি ব্যবহার করা হবে। এদিন খুঁটিপুজো উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি ছিল ক্লাব প্রাঙ্গণে। সকালে ক্লাব চত্বর থেকে শুরু শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে। আট থেকে আশি সকলের সমবেত উপস্থিতিতে যা এক অন্যমাত্রা নেয়। এরপর বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, বৃক্ষ রোপণ হয়। সন্ধ্যায় পুজোর থিম উন্মোচন, থিম সং উদ্বোধন এবং শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
লম্বাপাড়া বাণী সঙ্ঘ সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৭৫তম বর্ষের পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। থিমের সঙ্গে মানানসই প্রতিমা তৈরি করা হবে। পুজো উদ্যোক্তাদের দাবি, চন্দননগরের আলোকসজ্জাতেও থাকবে অভিনবত্বের ছোঁয়া। পুজোর পাশাপাশি দুঃস্থদের বস্ত্র বিতরণ, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, দুঃস্থদের আর্থিক সহযোগিতা প্রদান সহ নানা ধরনের কর্মসূচি সারাবছরই ক্লাবের পক্ষ থেকে করা হয়।
পুজো কমিটির সদস্য রুদ্রদীপ রায়, সুমন বিশ্বাস, অরিন্দম দে সরকার, গোপাল বর্মন সহ সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পুজোকে সেরা করে তুলতে এদিন থেকেই ঝাঁপিয়ে পড়েছেন। পুজো কমিটির সভাপতি সুভাষ দত্ত বলেন, খুঁটিপুজোর মধ্যে দিয়ে আমাদের দুর্গাপুজোর সূচনা হয়ে গেল। প্রতিবছরই আমাদের মণ্ডপে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে। আশা করছি, এবারে থিমের পুজোয় জেলার মধ্যে আমাদের পুজো এক অন্যমাত্রা পাবে। মণ্ডপ চত্বরে পর্যাপ্ত সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক থাকবেন।
পুজো কমিটির সম্পাদক রাজীব তালুকদার বলেন, মণ্ডপের ভিতরে ঢুকলেই মাটির গন্ধ পাবেন দর্শনার্থীরা। আশা করছি, পুরাতনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে তৈরি থিম দর্শনার্থীদের মুগ্ধ করবে। নিজস্ব চিত্র