• গন্ডারের সঙ্গিনী দখলের লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু মহিলার, জখম ১
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • সংবাদদাতা, ফালাকাটা: জলদাপাড়া বনাঞ্চলে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করাই কাল হল দুই মহিলার। শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লকের ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি মৌজার সরকার টারির ফুলবালা বর্মন এবং দীনবালা বর্মন জলদাপাড়া পশ্চিম রেঞ্জের ময়রাডাঙা বিটের জঙ্গলে ঢোকেন। তাঁরা জ্বালানির জন্য গাছের শুকনো ডালপালা সংগ্রহ করতে শুরু করেন। সেই সময় তাঁরা চারটি গন্ডারের সামনে পড়ে যান। গন্ডারগুলি নিজেদের মধ্যে সঙ্গিনী দখলের লড়াইয়ে ব্যস্ত ছিল। সামনে মানুষ পড়ায় তাদের রাগ গিয়ে পড়ে সেদিকে। গন্ডারগুলি দুই মহিলাকে হামলা করে বসে। দু’জনকেই কোমরে আঘাত করে। পরে দুই মহিলাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন বনবস্তিবাসীরা। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে ফুলবালা বর্মনকে (৫৫) চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে গুরুতর জখম দীনবালা বর্মনকে প্রাথমিক চিকিৎসা পর কোচবিহারের রেফার করা হয়। মায়ের মৃত্যুতে ভেঙে পড়ে ছেলে সন্তোষ বর্মন। 

    এই ঘটনায় প্রশ্ন উঠছে, সংরক্ষিত বনাঞ্চলে নিষেধ থাকলেও মানুষ কেন ঢুকে পড়ছেশ? যদিও গন্ডারের হামলাতেই যে মৃত্যু হয়েছে তা বনদপ্তর  নিশ্চিত করে বলতে চায়নি। এই ব্যাপারে জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোয়ার বলেন, বিষয়টি আমরাও শুনেছি। তবে কোন প্রাণীর আক্রমণে এমন ঘটনা, তা এখনই বলা যাচ্ছে না। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অপরদিকে , লছমনডাবরি গ্রামের পঞ্চায়েত সদস্য গোপাল বর্মন বলেন, ওই দুই মহিলা জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে ঢোকেন। গন্ডারের সামনে পড়ে যান তাঁরা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। গন্ডারের হামলাতেই একজনের মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)