• রথযাত্রা ঘিরে উত্তরবঙ্গে ভক্তের ঢল
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: শুক্রবার শিলিগুড়ি থেকে কোচবিহার, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জেলায় জেলায় জগন্নাথদেবের রথযাত্রা পালিত হল। কোথাও ইসকনের উদ্যোগে, কোথায় গৌড়ীয় মঠের উদ্যোগে, কোথাও আবার ব্যক্তিগত কিংবা ক্লাবের উদ্যোগে রথ বের হয়। হাজার হাজার ভক্ত রথের রশি টেনে জগন্নাথ-সুভদ্রা-বলরামকে মাসির বাড়ি পৌঁছে দেন। রথযাত্রা ঘিরে মেতে ওঠে উত্তরের তিস্তাপাড়ের শহর জলপাইগুড়ি। গৌড়ীয় মঠের উদ্যোগে শহরের সবচেয়ে বড় রথ বের হয়। রথের রশি টানতে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষ রাস্তায় নামে। ইসকনের উদ্যোগে এবারই প্রথম জলপাইগুড়ি শহরে রথ বের হয়। যা ঘিরে শহরবাসীর মধ্যে বাড়তি উৎসাহ ধরা পড়ে। জলপাইগুড়ির আদরপাড়া পাঠাগার ও উন্নয়ন সমিতিও এবছর প্রথম রথ বের করল। তাদের রথ ঘিরেও এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল। শহরে একাধিক রথ বের হওয়ায় যানজট রুখতে ময়দানে নামে পুলিস। একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। শিলিগুড়ির ইসকন, শক্তিগড়ের গৌড়ীয় মঠ, রথখোলা কমিটি, হায়দর পাড়া, এনজেপি, পাতিকলোনি সহ বিভিন্ন রথ কমিটির উদ্যোগে শিলিগুড়িতে জগন্নাথ-সুভদ্রা-বলরামকে নিয়ে রথ বের হয়। জায়েন্ট স্ক্রিনে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা শিলিগুড়ির বিধান মার্কেটে দেখায় পুরসভা। নকশালবাড়িতে ইসকনের উদ্যোগে রথ নিয়ে বিশাল শোভাযাত্রা হয়। রথখোলা রথ কমিটির উদ্যোগে বসে মেলাও। ইসকনের আলিপুরদুয়ার শাখার উদ্যোগে শুক্রবার রথযাত্রা নিয়ে মেতে ওঠে গোটা শহর। পূর্ব নেতাজি রোড দুর্গাবাড়ি থেকে জগন্নাথদেবের রথ বের হয়। বিশাল স্ক্রিনে দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা পুরসভা সরাসরি দেখায় শহরের বেশ কয়েকটি মোড়ে। কোচবিহারের বাবুরহাট ইসকন মন্দির, নতুনপল্লি ইসকন মন্দিরেও রথযাত্রা হয়েছে। ফালাকাটা শহরে ইসকনের রথ, শীতলাবাড়ি রথ, গৌড়ীয় মঠ, সুভাষপল্লি গিরিধারী আশ্রমের রথযাত্রায় হাজার হাজার পুণ্যার্থী ভিড় করেন। যোগোমালির জগৎবন্ধু আশ্রমের রথে শতশত ভক্ত ভিড় করেন।
  • Link to this news (বর্তমান)