• ইটাহারে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ২৮ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শুক্রবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ইটাহারের হাতিয়া এলাকায় চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতের নাম দিলওয়ার আলি (২৬)। তাঁর বাড়ি ইটাহারের হাতিয়া পলাইবাড়িতে। এদিন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। পরিবারের দাবি, কাজকর্ম সেভাবে করতেন না, দীর্ঘসময় ধরে নেশা করতেন। এদিন সকালে তায়র মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বাড়ির কাছে পালইবাড়ি স্কুলের পাশে। ইটাহার থানার পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিস।অবশ্য মৃতের আত্মীয় রকিমুদ্দিন আহমেদের চাঞ্চল্যকর দাবি, দিলওয়ার উশৃঙ্খল জীবনযাপন করত। কাজকর্ম সেভাবে করত না, নেশাভাং করত। সম্প্রতি ওর বিরুদ্ধে এলাকায় একটি চুরির অভিযোগ ওঠে। তাতে গ্রামে সালিসি বসে। চুরির ক্ষতিপূরণ বাবদ ১১ দিনের মধ্যে মোটা অঙ্কের টাকা জরিমানা দেওয়ার নিদান দেওয়া হয় সেই সালিশিতে। সেই সভার ১১ দিন অতিবাহিত হওয়ার আগেই দিলওয়ারের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাই এই মৃত্যু নিয়ে দানা বাঁধছে নানা জল্পনা। যদিও এব্যাপারে পুলিসের বক্তব্য, এসব নিয়ে ইটাহার থানায় কোনও তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, মৃতদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এদিন পর্যন্ত আমরা ওই যুবকের মৃত্যুর ব্যাপারে তেমন কোনও অস্বাভাবিকতা খুঁজে পাইনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলবে বলে আশা করি। 
  • Link to this news (বর্তমান)